ডেস্ক ১৫ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৬ ০
কালারস টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নাগিন এর সিজন থ্রি শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই সিরিয়ালের ট্রেইলার। তবে সব থেকে গরম খবর হচ্ছে এই সিরিয়ালে এবার থাকছেন না মৌনি রয়। এমন খবর ভেসে জানাচ্ছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম।
শুধু তাই নয়, আদা খান ও থাকছেন না এবারের এপিসোডে। তাদের যায়গায় অভিনয় করবেন আনিতা হাসনান্দিনি এবং কুবল হাই।
কালারটিভি তাদের ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্টে প্রকাশ করেছে এই সিরিয়ালের ট্রেইলার, দেখে নিন তার এক ঝলক।