ডেস্ক ১৩ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬০ ০
বাংলা টেলিভিশন ধারাবাহিক দর্শকদের কাছে জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা। দুষ্টু চরিত্রে এখনো মানুষের মনে রয়েছেন তিনি। সম্প্রতি তিনি আবার ফিরে এসেছেন ধারাবাহিকে। স্টার জলসার ফাগুন বৌ সিরিয়ালে আবার বিক্রমের সাথে ফিরে এসেছেন তিনি।
কিন্তু রিয়েল লাইফ বা পর্দায় কোনোটাই ভালো যাচ্ছে না ঐন্দ্রিলা সেন এর। সম্প্রতি এক সাংবাদিককে তিনি জানিয়েছেন তার পরিবারের জন্য বেশ কঠিন সময় যাচ্ছে এখন। কারণ তার দিদা খুব অসুস্থ, ব্রেন স্ট্রোক করে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ তে ভর্তি রয়েছেন, তার জন্য দেরী করেই কলটাইম নিচ্ছেন তিনি।
বাস্তব জীবনের সাথে অপ্রত্যাশিতভাবে মিল হয়ে গেছে তার পর্দার জীবন ৷ সিরিয়ালে রোদ্দুর(বিক্রম চট্টোপাধ্যায়)ও এখন হাসপাতালে চিকিৎসাধীন৷