ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

আবার জেগে উঠেছে জাপানের মানববিহীন প্রোব ল্যান্ডার

বিডি সংসার

ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল ২০২৪ ১২:৫৮ ঘটিকা
৩২৯

চাঁদের আরেকটি হীমশীতল রাত কাটিয়ে আবার জেগে উঠলো জাপানের মানববিহীন প্রোব ল্যান্ডার। জেনে রাখা ভালো, চাঁদের একটি রাতের দৈর্ঘ্য পৃথিবীর প্রায় দুই সপ্তাহের সমান। 

যানটি রাত জুড়ে নিষ্ক্রিয় অবশ্তায় থাকার পর আবার জেগে উঠে পৃথিবীতে পাঠায় নতুন ছবি। 

গত বৃহস্পতিবার জাপানের মহাকাশ সংস্থা এ তথ্য জানায় জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ)। সংস্থাটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানায় ‘আমরা গত রাতে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) এর কাছ থেকে একটি প্রতিক্রিয়া পেয়েছি। এবং নিশ্চিত করেছি যে, এসএলআইএম সফলভাবে চাঁদে তার দ্বিতীয়টি রাতটি অতিবাহিত করেছে।’

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »