ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

কাঁচা কলার খোসা দিয়ে মজার ভর্তা

ডেস্ক ১২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৪

কাঁচা কলা তো আমরা সবাই চিনি। পেটের জন্য দারুন উপকারি কাচাকলা। তরকারি কিংবা ভাতে, যেকোন ভাবেই ভালো লাগে খেতে। তবে আজ অন্য রকম একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। কাঁচা কলার খোসা দিয়ে ভর্তা। কাঁচা কলার খোসা, সাথে চিংড়ি মাছ। উম্মম খেয়েই দেখুন মুখ ফিরবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন কাঁচা কলার ভর্তা

কাঁচা কলার ভর্তা বানাতে যা যা লাগছে
১ কাপ কাঁচা কলার খোসা, চিংড়ি মাছ জ্বালানো বা সামান্য ভাজা ১/৪ কাপ, ৪টি শুকনা মরিচ বা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, লবন ও সিরিষার তেল স্বাদ মত।

কাঁচা কলার খোসার ভর্তা তৈরি করার প্রনালী

প্রথমে যে কলার খোসা দিয়ে ভর্তা করবেন, সেই কলা ভালো ভাবে ধুয়ে ফেলুন। ভালো টাটকা দেখে কলা নির্বাচন করবেন। কাঁচা কলার খোসা অপরের আঁশ অংস ফেলে দিয়ে কুচি করে সেদ্ধ করে নিন। চিংড়ি মাছ সামান্য ভেজে নিন। এই ভাজির মধ্যে পেঁয়াজ, মরিচ, কলার খোসা ও লবন দিয়ে সামান্য ভেজে নিন। সব কিছু ব্রাউন হয়ে এলে পাতায় বেটে নিন। ব্যস হয়ে গেলো কাঁচা কলার খোসার ভর্তা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »