ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

চুলের যত্নে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম

ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৫

প্রাচিন কাল থেকেই রুপচর্চার নানা কাজে এলোভেরা জেল ব্যবহার করা হয়ে থাকে। এলোভেরা জেল চুলের জন্যও বেশ ভালো কাজ করে। এলোভেরার প্রাকৃতিক উপাদান চুলের বৃদ্ধিতে ভালো কাজ করে, সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে থাকে।

আসুন দেখে নেই চুলের যত্নে এলোভেরার ১টি প্যাকের ব্যবহার

প্রথমে এলোভেরার তাজা পাতা সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন। এবার পাতা কেটে জেল সংগ্রহ করে নিন। মনে রাখবেন জেল সংগ্রহ করার সময় একটু ডাবিয়ে কাটবেন, যেন ছালের অংশ লেগে না থাকে। এই গেল চুলের গোরায় ও মাথার ত্বকে ভালো ভাবে ঘষে ঘষে লাগাতে হবে। এবং ম্যাসাজ করতে হবে। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে এলোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপস্যুল ব্যবহার করতে পারেন। এই প্যাক সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করতে পারেন। এছাড়াও এলোভেরার জুস প্রতিদিন পান করতে পারেন। এতে ভালো ফল পাওয়া যায়।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »