ডেস্ক ২৫ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১২১ ০
জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসার অতন্ত্য জনপ্রিয় ধারাবাহিক খোকা বাবু। দীর্ঘদিন ধরে দর্শকদের টিভির পর্দার সামনে বসে থাকতে বাধ্য করেছে এই সিরিয়াল। বাংলার ঘরে ঘরে পরিচিত এই সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীরা। তবে শেষ হয়ে এলো এই সিরিয়াল। ২৯ তারিখ শেষ হবে এই সিরিয়ালের সম্প্রচার। এই নিয়ে একটি প্রমো প্রকাশ করেছে চ্যানেলটি।
আপনাদের প্রিয় খোকা শেষ কি ভেলকি দেখাবে? দেখুন খোকাবাবু - র অন্তিম সপ্তাহ।
22-29 জুলাই, 10.30 PM, Star Jalsha -এ