ডেস্ক ২৯ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭৫ ০
চিনতে পেরেছেন সোলাঙ্কি রায় কে? বিয়ের পর আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি ইচ্ছে নদীর মেঘলাকে। তবে তার ফ্যানদের জন্য রয়েছে সুখবর। আবার পর্দায় ফিরছেন এই গুনি শিল্পী।
সূত্রের খবর অনুযায়ী জামাই রাজা সিরিয়াল এর হাত ধরেই দীর্ঘ বিরতীর পর দর্শকদের সামনে আসছেন সোলাঙ্কি। না অতিথি শিল্পী হিসেবে না। পূর্নাং চরিত্রের মাধ্যমেই ফিরছেন সোলাঙ্কি। ওই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেন শ্রীমা ভট্টাচার্য এবং অর্জুন চক্রবর্তী। রয়েছেন চৈতী ঘোষালও। এ বার তাঁদের পাশাপাশি দেখা যাবে সোলাঙ্কিকেও।