ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

গুরুতর আঘাত পেয়েছেন অঙ্কুশ

ডেস্ক ১৬ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৩

গুরুতর আঘাত পেয়েছেন কলকাতার জনপ্রিয়্ অভিনেতা অঙ্কুশ হাজরা। হাটুর মালাইচাকি সরে গিয়েছে তার। তবে এতে শরীরচর্চায় বিন্দুমাত্র ফাঁকি দিচ্ছেন না এই জনপ্রিয় অভিনেতা।

গত বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এক ছবি আপলোড করেছেন অঙ্কুশ। তাতে দেখা যায় তার হাটুর মালাইচাকি সরে গিয়েছে। অঙ্কুশের কথায় হাঁটুর কাছে হাড়ের কিছুটা অংশ বেড়েই ছিল। তার উপর ট্রেনিং করতে গিয়ে মালাইচাকিটা সরে গিয়েছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। আপাতত পেনকিলারের উপর আছি।

 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »