ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

কনীনিকার হাতে ভাত খেতে চাইলেন না শাশুড়ি!

ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ১০০

হেডলাইন পড়ে চমকানোর কিছুই নেই। ঘটনা একটি আসন্ন ছায়াছবির। ছবির নাম ‘মুখার্জীদার বউ’। আজ মুক্তি পেলো অনসূয়া মজুমজার এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমার টিজার। 

বউ শাশুড়ির সম্পর্কের জটিলতা, ভালো মন্দে মিশে এগিয়ে যাওয়ার গল্প নিয়েই এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন পৃথা চক্রবর্তী। কাহিনী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এর। 

তবে এই ছবিটি শুধুমাত্র মহিলাদের জন্য নয়। জানিয়েছেন এই ছবির প্রেজেন্টার নন্দিতা রায়। 

অনসূয়া, কনীনিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও রয়েছেন অপরাজিতা আঢ্য, বাদশা মৈত্র, বিশ্বনাথ বসুর মতো শিল্পী। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »