ডেস্ক ১১ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ৭৮ ০
জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসায় শুরু হতে যাচ্ছে নতুন এক সিরিয়াল, এই সিরিয়ালের নাম টেক্কা রাজা বাদশা। স্টার জলসার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে এক পোস্ট করা হয় সেখানে বলা হয়। 'হুঁশিয়ার...আসছে বাদশা কেবল পেশায় নয়, স্বভাবেও পুলিশ টেক্কা রাজা বাদশা।
১৬ জুলাই থেকে সাড়ে ছয়টার স্লটে শুরু হবে এই সিরিয়াল।