ডেস্ক ৩০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৯২ ০
জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর আলোচনায় আসেন তার বড় মেয়ে জাহ্নবী। আগামী মাসে মুক্তি পাচ্ছে জাহ্নবীর প্রথম ছায়াছবি ধাড়াক। এই নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে চলচ্চিত্র প্রেমীদের মাঝে। এরই মধ্যে তার ভক্তের সংখ্যা বেড়েছে। তবে এখন জাহ্নবী আলোচনায় এসেছেন অন্য কারনে।
সম্প্রতি শ্লীলতাহানির শিকার হয়েছেন এই অভিনেত্রী। মুম্বাইয়ে এক রেস্তোরা থেকে বেরিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এক কিশোর অশালীনভাবে স্পর্শ করে তাকে। দ্রুত নিজের হাত পেছনের দিকে দিয়ে পরিস্থিতি সামলে নেন তিনি। তবে এই ঘটনায় তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি। বডি গার্ড দের সহায়তায় সেখান থেকে হাসি মুখেই বিদায় নেন তিনি।