ডেস্ক ১৩ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৮৬ ০
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কুসুম দোলা। ঘরে ঘরে জনপ্রিয় এই বাংলা টিভি সিরিয়াল। সিরিয়ালে কিভাবে মিল হবে রণ ও ইমন সম্পর্ক, সিরিয়ালে বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে রণ এবং ইমনের মধ্যে ঝগড়া চলছে, ইমন সিদ্ধান্ত নিয়েছেন মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার, কিন্তু যখন ইমন বাড়ি থেকে চলে যেতে চান তখন রণ ইমনকে ডিভোর্সের কথা বলেন। রন বলেন ইমন যেন সন্তানকে নিয়ে যাওয়ার আগে রনকে ডিভোর্স দিয়ে যায়। তা না হলে সন্তানকে সে নিয়ে এতে দেবে না। ইমনও হারতে শেখে নিন, ইমন সিদ্ধান্ত নেন রনকে ডিভোর্স দেবেন তিনি, সন্তানকে একাই মানুষ করবেন তিনি। তার একটাই লক্ষ সে তার মেয়েকে বড় করে প্রতিষ্ঠিত করবে। কিছু দিন পরই এই সিরিয়ালে ১৯ বছর পরের কাহিনী দেখাবে, ১৯ বছর পর ইমনের মেয়ে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে যান, কিভাবে মিল হবে ইমন ও রণের, দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।