ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

কালার বাংলায় আসছে নতুন সিরিয়াল আরব্য রজনী

ডেস্ক ১৭ নভেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৯

জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল কালারস বাংলায় আসতে চলেছে আরও একটি চমক। নানা রকম পৌরাণিক ও ভিন্ন ধর্মী সিরিয়ালের জন্য দর্শক মহলে বিশেষ ভাবে জনপ্রিয় এই টিভি চ্যানেল। বউ শাশুড়ির গল্পের বাইরেও যে ধারাবাহিক হিট হতে পারে তা বার বার করে দেখিয়েছে কালারস বাংলা। 

এবার কালারস বাংলায় আসতে চলেছে নতুন সিরিয়াল। নাম আরব্য রজনী। মনে করা হচ্ছে এরাবিয়ান নাইটস এর গল্প অবলম্বনে হতে চলেছে এই সিরিয়াল। আর তা যদি হয়েই থাকে তাহলে তা হবে দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের। এরই মধ্যে প্রচারিত হতে শুরু হয়েছে এর বিজ্ঞাপন। তবে কবে নাগাদ শুরু হবে বা সময় এখনো প্রকাশিত হয়নি। 

দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ধারাবাহিকের জন্য। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »