ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

মেসতা কিভাবে দূর করব?

ডেস্ক ২৯ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৯

মেসতার সমস্যায় অনেকেই ভুগে থাকেন, আমাদের গ্রুপে এটা নিয়ে অনেক পোস্ট দেখা যায়। আপনাদের জেনে রাখা ভালো মেসতা হওয়ার মূল কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ত্বক। ঘরোয়া উপায়ে ত্বক পরিস্কার করার একটা উপায় নিয়ে আজকের পোস্ট। আসুন দেখে নেওয়া যাক।

যা যা লাগবে - কাঁচা হলুদ বাটা ১ চা চামচ, ১ চা চামচ লেবুর রস।

কিভাবে ব্যবহার করবেন - প্রথমে কাঁচা হলুদ ও লেবু এক সাথে ভালো ভাবে মিশিয়ে । এবার যে যে যায়গায় মেসতা রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহার করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। গোসলের আগে এই প্যাক ব্যবহার করবেন। এই প্যাক ব্যবহার করার পর ৩-৪ ঘন্টা রান্নাঘর বা রোদে যাবেন না। প্রতিদিন এই প্যাক ব্যবহার করুন। যতদিন পর্যন্ত দাগ না কমে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »