ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫ আপডেট ১১ মাস আগে

জনপ্রিয়

মাত্র পাঁচ মিনিটে টুথপেস্ট দিয়ে সমস্ত লোম পরিস্কার

ডেস্ক ৩১ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৩৭৩

দেখের স্পর্শকাতর অঙ্গ নিয়মিত পরিস্কার রাখা খুব গুরুত্বপূর্ন। কিন্তু এই সব লোম দূর করার কথা ভাবলেই অনেকে ভয় পেয়ে থাকেন। কিন্তু একটি উপায়ে খুব সহজে কাঁটা ছেড়ার ভয় ছাড়াই গোপন যায়গার সমস্ত লোম পরিস্কার করা যায়। এটির ব্যবহারে স্পর্শকাতর যায়গার কালো দাগ ও দূর্গন্ধ দূর হবে।

এই পদ্ধতিতে লোম দূর করতে যা যা লাগছে - টুথপেস্ট, লেবু, বেকিং সোডা ও কুসুম গরম পানি।

প্রথমে হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ টুথপেস্ট মিশিয়ে নিন। এবার এতে সামান্য লেবুর রস দিয়ে দিন। একটি লেবুর অর্ধেকটা পরিমান লেবুর রস দিয়ে দিন। সব উপাদান ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।

ব্যবহার প্রনালী - পেস্ট আঙ্গুলে নিয়ে বগলে দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন। ২ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি নিয়ে হালকা ম্যাসাজ করতে হবে। ভালোভাবে ম্যাসাজ করলে দেখতে পাবেন, একটু পর আপনার লোম উঠে আসবে। কোন সাইড এফেক্ট ছাড়াই।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »