ডেস্ক ২৭ জুন ২০২১ ০২:১৪ ঘটিকা ৪২৮ ০
আপনি কি নতুন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন? অথবা আপনার সেলাই মেশিনে ২ দিন পর পর সমস্যা দেখা দিচ্ছে? আপনি চিন্তিত আপনার সেলাই মেশিনটি আসল কিনা? মাত্র ৫টি উপায়ে আপনি জানতে পারবেন আপনার সেলাই মেশিনটি আসল নাকি নকল।
স্বাগতম বিডি সংসার এর সেলাই ফোড়াই সেকশনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো আসল সেলাই মেশিন চেনার উপায় গুলো।
বাজারে সেলাই মেশিন কিনতে গেলে অনেক সময় দেখা যায় বেশি দাম নিলেও আসল সেলাই মেশিন দেয় না দোকানদার। বাজারে অনেক ব্র্যান্ড এর ক্লোন মানে নকল মেশিন রয়েছে। জানা না থাকলে আপনি চিনতে পারবেন না কোনটি আসল আর কোনটি নকল সেলাই মেশিন।
>> >> সেলাই মেশিন ক্রয় ও সাম্প্রতিক দাম জানতে ক্লিক করুন << <<
বাজারে নকল বাটারফ্লাই মেশিন রয়েছে। তাই চেস্টা করবেন শোরুম থেকে কেনার। আর আসল বাটারফ্লাই মেশিন চেনার উপায় হচ্ছে বার কোড। আপনার মেশিন ও ওয়ারেন্টি কার্ডে একটি বার কোড থাকবে। এই ২ বারকোড একই হবে।
আর ওয়ারেন্ট কার্ডের অপর পাতায় একটি গোপন নম্বর থাকবে। এই নম্বরটি স্ক্র্যাচ করে নিন। এবার আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করতে পারবেন এটা আসল না নকল।
আপনার মোবাইলের এসএমএস অপশনে যান।
টাইপ করুন bfly স্পেস স্ক্রাচ করা গোপন নম্বর।
পাঠিয়ে দিন ৬৯৬৯ নম্বরে।
একটি ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে এটা আসল না নকল মেশিন।
সিঙ্গার সেলাই মেশিন বাংলাদেশে সব থেকে জনপ্রিয় মেশিন। এই মেশিন যেমন জনপ্রিয় তেমন এই মেশিনের নকলেও বাজার ছয়লাব। তাই এই মেশিন কেনার সময় কিছু শতর্কতা অবলম্বন করে আসল মেশিন কিনবেন।
মেশিন সব সময় কিনবেন ডিলার হাউজ থেকে।
এই মেশিনের ডান সাইডে সোনালী কালারের পিতলের মনোগ্রাম থাকবে।
মনে রাখবেন ডুপ্লিকেট সেলাই মেশিনে এই পিতলের মনোগ্রাম থাকে না, শুধু মাত্র বডিতে স্টিকারে সিঙ্গার লেখা থাকে।
আসল সিঙ্গার সেলাই মেশিনের নিচের দিকে খোদাই করে সিঙ্গার লেখা থাকবে, নিচে লেখা থাকবে মেড ইন চায়না।
এছাড়া নিচে আরও ২টি রডে খোদাই করা সিংগার লেখা থাকবে।
>> >> অনলাইনে সেলাই মেশিন ক্রয় ও সাম্প্রতিক দাম জানতে ক্লিক করুন এখানে << <<
আশা করি বুঝতে পেরেছেন অরিজিনাল সেলাই মেশিন চেনার উপায় গুলো। কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আরও নতুন নতুন টিপস পেতে শেয়ার করুন, আর নিয়মিত ভিজিট করুন বিডি সংসার।