ডেস্ক ০৬ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ৭৮ ০
স্বাগতম বিডি সংসার এর রেসিপি সেকশনে। বিডি সংসার প্রতিদিন নানা রকম রেসিপি সেয়ার করে আসছে। আজ আপনাদের সাথে একটি রিকোয়েস্ট রেসিপি সেয়ার করবো। আসা করি আপনাদের ভালো লাগবে। আপেল দিয়ে গোলাপ ফুল তৈরি করা যায় তা অনেকেই জানেন তবে কিভাবে করা যায় তা আজ আপনাদের শেখাবো আমি। আসুন দেখে নেই কিভাবে আপেল দিয়ে গোলাপফুল তৈরি করবেন।
যা যা লাগবে
একটি আপেল, ছুরি, শুকনো চেরি, টুথপিক, আপেলের বল তৈরি করার একটি চামচ (না হলেও হবে)
যেভাবে ফুল বানাবেন
প্রথমে আপেল ২ ভাবে ভাগ ক্রএ নিন। এবার ছোট ভাগটির থেকে ছোট ছোট স্লাইস করে নিন। এবার একটি ছোট বল তৈরি করে নিন। আপনি চাইলে এটা না করে চেরিও ব্যবহার করতে পারবেন। টুথ পিক দিয়ে স্লাইস দিয়ে আপেলের বলটিকে আটকে দিতে পারেন। এবার একটি একটি করে স্লাইস পাপড়ির মতন করে মেলে দিন। উপরে আটকে আরেকটি চেরি বসিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো আপেল ফ্লাওয়ার। না বুঝলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=F6xCMWhqKGI