ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

ঘন চুলের গোপন রহস্য, কমবে চুল পড়া

ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৬

ঘন কালো সুন্দর চুল কে না চায়। তবে অনেক সময় চুল ঘন হলেও তা ঘন দেখায় না। আবার অনেকের চুল পড়ে যাওয়ার কারনে চুলের ঘনত্ব কমে আসে। এই সব সমস্যার কিন্তু সমাধান রয়েছে। আজ এমন কিছু সহজ পদ্ধতি নিয়ে কথা বলো। 

ডিম একটি প্রাকৃতিক প্রোটিন। এটি চুলকে ঘন করে তুলতে দারুন কাজ করে। প্রথমে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিন। তারপর পরিস্কার চুলে হাতের সাহায্যে অপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে নিন। ডিম দিলে চুলে জট বেঁধে যেতে পারে। তাই মোটা দাঁতের চিরুনির সাহায্যে সাবধানে চুল আচড়ে নিন। এরপর হাকলা ঝুটি করে নিন। ২০-৩০ মিনিট রেখে নরমাল পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। আলাদা করে আর কন্ডিশনার দেওয়ার দরকার নেই। 

যেসকল যায়গায় চুল বেশি পাতলা হয়ে গেছে সেই সব যায়গায় পেঁয়াজ কেটে ঘষতে থাকুন। এতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। যা নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার হেয়ার ফলিকল এর কোনও অংশ ক্ষতিগ্রস্ত থাকলে নিয়মিত ব্যবহারে তা সারিয়ে তোলে। যাদের চুল পাতলা তারা সপ্তাহে ২-৩ দিন ১০-১২ মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই ফল পাবেন।

অ্যালোভেরার জেল বের করে নিন, ৪ চামচ মধুর সাথে মিক্স করে সরাসরি চুলে এবং মাথার তালুতে লাগিয়ে ফেলুন। চাইলে এর সাথে কোনও ট্রিটমেন্ট ক্রিমও যোগ করতে পারেন। চুল ঘন করার সাথে সাথে এটি আপনার চুলের আগা ফেটে যাওয়া রোধ করবে।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »