ডেস্ক ১৯ নভেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ৬৮৮ ০
চুল ও ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল এর কোন জুড়ি নেই, তবে অনেকেই প্রশ্ন করে থাকেন কোন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। কারন বাজারে ও ফার্মেসিতে বিভিন্ন রকম ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়। আজ সেটা নিয়েই কথা বলবো।
উত্তর - বাজারে ইভিএন ৪০০ নামে একটা ক্যাপসুল পাওয়া যায়, আমি সেটা ব্যবহার করি। বাজারে ইভিএন ৬০০ ও পাওয়া যায় সেটা একটু হলুদ রঙ এর হয়ে থাকে। তবে ইভিএন ৪০০টা যেকোন মেডিকেল শপে পেয়ে যাবেন।
এই ট্যাবলেট টা বের করে নিয়ে যে কোন সুচ বা সেফটিপিন দিয়ে ছিদ্র করে এর ভিতরের লিকুইড দিয়েই আপনি কাজ করতে পারবেন। চুল পড়ার বা চুলের গোড়া মজবুত করতে এর কোন জুড়ি নেই।