ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

মেছতা দূর করার ঘরোয়া উপায়

ডেস্ক ১৩ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১২০

সিঙ্গাপুর এর ন্যাশনাল স্কিন সেন্টারের বিশেষজ্ঞ সি এল গোহ ঢাকায় অনুষ্ঠিত এক কনফারেন্সে সুস্পষ্টভাবে উল্লেখ করেন মেছতার কোন স্থায়ী চিকিৎসা এখনও পর্যন্ত আবিস্কার হয়নি। এবং লেজার ট্রিটমেন্ট ও মেছতার চিকিৎসায় সম্পূর্ন কার্যকর নয়।

মেছতার চিকিৎসায় সাময়ক উন্নতি হলেও স্থায়ীভাবে এখনো কোন চিকিৎসা বের হয়নি। তিনি আরও বলেন মেছতার চিকিৎসা করালে সাময়িক উন্নতি হলেও স্থায়ী ভাবে মেছতা দূর হয় না।

মেছতার দাগ এর প্রভাব কমাতে কার্যকরী ভূমিকা রাখে এলোভেরা এর পাতার জেল। এই জেলে ত্বকের নানা রকম সমস্যার সমাধানের ক্ষমতা রয়েছে। আক্রান্ত স্থানে আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে এপ্লাই করতে হবে। এবং সম্ভব হলে সারা রাত রেখে দিতে হবে। এলোভেরা এর জেলের সাথে ভিটামিন ই ক্যাপস্যুল লাগানো যেতে পারে। এই ভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে এলোভেরার শরবত খেলেও ভালো ফলাফল পাওয়া যায়।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »