ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

সবাইকে ছাড়িয়ে সেরা কৃষ্ণ কলি সিরিয়াল, রেটিং ১১!

ডেস্ক ১৯ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬৫

সবাইকে ছাপিয়ে গেলো কৃষ্ণকলির টিআরপি রেটিং! ১৫+ আরবান রেটিং এ কৃষ্ণ কলির রেটিং পয়েন্ট ১১.৩। প্রথম থেকেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে কালো মেয়ের গল্প। সবাইকে ছাপিয়ে ১ম স্থানে রয়েছে কৃষ্ণ কলি। ২য় স্থানে আছে করুনাময়ী রানী রাসমনি। আর ৩ নম্বরে অবস্থান জয় বাবা লোকনাথ। এর রেটিং পয়েন্ট যথাক্রমে ৯.৫, ৮.৮। 

দেখুন বাকিদের অবস্থান - 

৪র্থ - বকুলকথা (৮.৭ )

পঞ্চম -  জয়ী (৮.১)

ষষ্ঠ - সীমারেখা (৭.৪)

সপ্তম - সাত ভাই চম্পা (৬.৯) 

অষ্টম - কে আপন কে পর (৬.৮)

নবম - ফাগুন বউ (৬.৭)

দশম - দেবী চৌধুরাণী (৬.৪)

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »