ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ২৭৭ ০
ত্বকে ব্রণ হয়! ব্রণ সেরে গেলেও ত্বকে থেকে যায় ব্রণের দাগ। আর এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই। বিশেষ করে কিশোর কিশোরীদের এই সমস্যা বেশি হয়ে থাকে।
আবার অনেক মাঝ বয়সীদের ও এই সমস্যা হয়ে থাকে। ব্রণের দাগ দূর করতে অনেকেই নানা রকম দামী কসমেটিক্স ব্যবহার করে থাকেন। তবে হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই আপনি এই সব দাগের থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনাদের সাথে সেই পদ্ধতিই সেয়ার করবো। আসুন তাহলে দেখে নেই কিভাবে ব্রণের দাগ থেকে মুক্তি পাবেন।
এই প্যাকটি তৈরি করতে আপনার লাগবে ফ্রেশ এলোভেরা জেল। আপনি বাজারে এলোভেরা এর পাতা পেয়ে যাবেন।
এই পাতা থেকে ছুরির সাহায্যে এলোভেরা এর জেল বের করে নেবেন। সবুজ অংশ বাদ দিয়ে কাটবেন। শুধুই এলোভেরা এর জেল আমাদের কাজে লাগবে।
তাই ছুরি একটু ডাবিয়ে কাটবেন।
এবার এই জেল ছোট ছোট কিউব করে কেটে নিন। এর সাথে দিয়ে দিন সামান্য লেবুর রস ও মধু।
ভালো করে মিশিয়ে নিন।
কিভাবে ব্যবহার করবেন এই প্যাক
এই প্যাক দিনে ২-৩ বার মুখে মেখে ২০ মিনিট রেখে দিন।
চাইলে রাতে মুখে দিয়েই ঘুমাতে পারেন।
২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিয়মিত ব্যবহারে দেখবেন চলে গিয়েছে মুখের দাগ।