ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৭ ০
সুন্দর দেখাতে মেকআপ যেমন জরুরী, তেমন সঠিকভাবে মেকআপ উঠানোও জরুরী, তা না হলে অনেক সময় ত্বকে ব্রণ সহ নানা রকম সমস্যা হতে পারে। তবে অনেকেই দেখা যায় শুধু মাত্র ফেসওয়াস দিয়ে মেকআপ ওঠানোর কাজ সারেন। তবে অনেকেই জানেন না এতে আপনার মেকআপ পুরো উঠে আসে না। যার ফলাফল হয় আপনার মুখের ব্রণ ও র্যাস। মনে রাখবেন মেকআপ রিমুভ করার জন্য দরকার মেকআপ রিমোভারের। আজ আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে মেকআপ রিমুভার তৈরি করবেন। আসুন জেনে নেই।
মেকআপ রিমুভার তৈরি করতে যা যা লাগছে -
মেকআপ রিমুভার তৈরি করা ও ব্যবহার পদ্ধতি -
প্রথমে একটি ছোট বাটিতে বা কন্টেইনারে ফুটানো ঠান্ডা পানি নিয়ে নিন। তার ভিতর ২ টেবিল চামচ পরিমান বেবি অয়েল ও ২ টেবিল চামচ বেবী শ্যাম্পু নিয়ে নিন। এবার কন্টেইনারের মুখ আটকিয়ে ভালো ভাবে ঝাকিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মেকআপ রিমুভার। এবার একটি কটন প্যাডে মেকআপ রিমুভার নিয়ে মেকআপের উপর ভালো ভাবে রাব করতে থাকুন। দেখবেন কটন প্যাডে মেকআপ উঠে এসেছে। পুরো মুখের মেকআপ রিমুভ করার পর ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।