ডেস্ক ১০ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬৮ ০
শীত আসতে এখনো কিছুটা সময় বাকি। তবে গ্রামের দিকে কিন্তু আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। এই সময় ঠোট শুষ্ক ও খসখসে হয়ে পরে। আবার অনেকের সারা বছরই ঠোট খসখসে থাকার সমস্যা থাকে। ঠোট নরম ও কোমল রাখার কিচু উপায় বলেছে জনপ্রিয় ওয়েবসাইট বোল্ডস্কাই।
ঠান্ডা দুধ - দুধের পুষ্টি ঠোট নরম রাখতে সাহায্য করে। দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। কিছু সময় পর দুধ ধীরে ধীরে ঠোটে মেখে ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোট নরম রাখার জন্য দিনে ২বার এই পদ্ধতি অনুসরন করতে পারেন। এই পদ্ধতি সারা বছর ফলো করতে পারেন।
মধু - মধু প্রক্রিতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ঠোটের সমস্যা সমাধানে বেশ উপকারি। এতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট। সামান্য পরিমান মধু নিয়ে সম্পূর্ন ঠোটে মেখে নিন। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এর পর লিপ বাম মাখুন।
জলপাইয়ের তেল- ঠোট নরম রাখতে জলপাইএর তেল বেশ উপকারি। সামান্য পরিমান তেল নিয়ে ঠোটে মাখুন। ভালো ফল্পাওয়ার জন্য দিনে তিন থেকে ৪ বার এই পদ্ধতি অনুসরন করুন। এটা ঠোট নরম ও গোলাপি করবে।