ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ২৫৭ ০
আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে চুল সিল্কি ও সফট করার একটি প্যাক। আসুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করবেন এই স্পেশাল প্যাক
যা যা লাগবে:
১. ১টা মাঝারি সাইজের কলা (বেশি পাকা)
২. ৩/৪চা চামচ অলিভ অয়েল/আমন্ড অয়েল (না থাকলে নারিকেল তেল ইউজ করা যাবে)
৩. ২চা চামচ এলোভেরা জেল/১টা ডিম
৪. ১চা চামচ মধু
৫. ২চামচ দুধ বা টক দই(অপশনাল)
প্রনালী - কলা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার বাকি সব কিছু দিয়ে দিন। ভালো করে মিহি করে ব্লেন্ড করুন। এই মিশ্রণ মাথায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। দেখবেন চুল হয়ে উঠেছে সিল্কি ও উজ্জ্বল।