ডেস্ক ২২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৯২ ০
গায়ে লাল শাড়ি, হাতে শাঁখা-পলা। কপালে চন্দন। মাথায় মুকুট। একেবারে নতুন কনের সাঁজ। তবে কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ? সম্প্রতি মনামী এমন সাজে একটি ছবি প্রকাশ করেছেন তার ইন্সটাগ্রাম প্রোফাইলে।
এমনিতে টলিউডে চলছে বিয়ের মৌসুম। তবে রিয়েল লাইফে বিয়ে করছেন না এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখা রয়েছে - শুটিং, পরমার বিয়ে। তার মানে এটি কোন সিরিয়ালের দৃশ্যের জন্য। কেরিয়ার অনেক বার কনে সাজে ক্যামেরার সামনে দাড়িয়েছেন তিনি তবে বাস্তব জীবনে কবে কনে সাজেন সেটি দেখার বিষয়।