ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

বকুল কথাকে ছাড়িয়ে সেরা সিরিয়াল কৃষ্ণ কলি!

ডেস্ক ২৭ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৯

সম্প্রচারের প্রথম সপ্তাহে ২য় সেরা বাংলা টিভি সিরিয়ালের হয়েছিলো জি বাংলার নতুন ধারাবাহিক কৃষ্ণকলি। অনেক দিন ধরেই টিভিতে সম্প্রচারিত হয়ে আসছিলো এই সিরিয়ালের প্রমো। তবে সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই ভালো লাগতে শুরু করে দর্শকদের। প্রথম সপ্তাহেই ১৫+ আরবার রেটিং এ ২য় সেরা হয় এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে সকলকে ছাড়িয়ে ১ম স্থান দখল করে নিয়েছে কালো মেয়ের গল্প। রেটিং পয়েন্ট ৯ দশমিক ১।

দেখে নিন এই সপ্তাহের রেটিং

কৃষ্ণকলি - ৯.১
করূনাময়ী রানী রাসমণি - ৮.৩
বকুলকথা - ৮.০
দেবী চৌধুরাণী - ৭.৮
জয়ী - ৭.৬
ফাগুন বউ - ৭.৩
সীমারেখা - ৬.৪
সাত ভাই চম্পা - ৬.৩
কে আপন কে পর, ভজগোবিন্দ - ৬.২
প্রতিদান - ৫.৫

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »