ডেস্ক ০১ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৩ ০
আগামীকাল থেকে শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল নাগিন এর ৩য় সিজন। নাগিন ৩ প্রচারিত হবে কালারস বাংলা ও কালারস বাংলা এইচডি-তে। তবে এবার নাগিন এর চরিত্রে থাকছেন না গত ২ সিজনের নায়িকা মৌনী রয়। নাগিন ৩ এর এপিসোড প্রচারিত হবে প্রতি শনি ও রবি বার। প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা, এবং ভারতীয় সময় রাত ৮টায়। এই সিজনে মৌনী রয় এর যায়গায় নাগিন চরিত্রে অভিনয় করছেন কাস্মিরা তন্না। তবে কালার বাংলায় বাংলা ভাষায় কখন থেকে প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।
নাগিন ৩ সহ সিরিয়ালের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন জনপ্রিয় ওয়েবসাইট বিডি সংসার - এ।
যা খুজছেন - নাগিন ৩, নাগিন থ্রি, নাগিণ ৩ আজকের সিরিয়াল ডাউনলোড