ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

ছোলা ভুনা করার সহজ পদ্ধতি

ডেস্ক ১৪ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৪১৮

সামনে রমজান মাস, ইফতারে ছোলার আইটেম না থাকলে যেন হয়না। বিডি সংসার পাঠকদের জন্য নানা রকম ইফতার আইটেম এর রেসিপি প্রকশ করছে। আজ আপনাদের দেখাবো কিভাবে সহজে রান্না করবেন ছোলা ভুনা। ছোলা ভুনা রান্না করার পুরো প্রনালী দেখে নিন। 

ছোলা ভুনা করতে যা যা লাগছে - 

ছোলা ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল ৩ টেবিল-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি ।


আরও পড়ুনঃ ইফতারের শরবত বানানোর ঝামেলা থেকে মুক্তি, আইস কিউব পদ্ধতি


ছোলা ভুনা করার রেসিপি - 

ছোলা গুনা করার জন্য ছোলা ভিজিয়ে রাখা জরুরী। সম্ভব হলে আগের দিন রাতে ছোলা ভিজিরে রাখতে পারেন। আবার সকালে উঠেও ভেজাতে পারেন। ভেজানো ছোলা হাফ সেদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন ছোলা সেদ্ধ করলেও পুরো গলে যাবে না। সকল ছোলা আস্ত থাকবে। 

এবার একটি পারে তেল গরম করে এতে সকল মসলা দিয়ে কসাতে হবে। একে একে এতে ছোলা ও বাকি উপাদান দিয়ে অল্প পানিতে রান্না করতে হবে। কিছু সময় পর তেল ভেসে যাবে। তেল ভাসার পর চুলার আচ কমিয়ে দিতে হবে। ছোলা রান্না হয়ে গেলে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বেরেস্তা ও চাট মসলা দিয়ে পরিবেশন করুন। 

আশা করি আমাদের রেসিপি আপনার ভালো লেগেছে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আরও নতুন নতুন রেসিপি পেতে এখুনি পোস্ট শেয়ার করুন। 

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »