ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

রাজ-শুভশ্রী’র বিয়ের পর মিমির পোস্টে ‘বিষাক্ত সম্পর্ক’!

ডেস্ক ১৮ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৯৯

জনপ্রিয় অভিনেত্রী মিমির সাথে পরিচালক রাজ চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিলো তা সকলের জানা। সম্প্রতি বহুল আলোচিত সমালোচিত রাজ-শুভশ্রীর বিয়ের পর মিমির একটি পোস্ট নিয়ে আবার চলছে জোর আলোচনা।


আরও পড়ুন - মুখ খুললেন রাজের প্রথম স্ত্রী


মিমি তার টুইটার গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লেখক এম বালার্ডের একটি লেখা পোস্ট করেন। সেই লেখায় বিষাক্ত সম্পর্কের কথা রয়েছে। কেন মিমি এই লেখা শেয়ার করেছেন তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে মিডিয়াতে। রাজ ও শুভশ্রীর বিয়েতে গসিপের কেন্দ্রে ছিলেন মিমি। তবে এই সব আলোচনা সমালোচনায় কিছুই যায় আসে না মিমির। কারণ রাজের সাথে সম্পর্কের ইতির কথা অনেক আগেই জানিয়েছেন এই অভিনেত্রী।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »