ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

সিনেমায় আসছেন বধূবরণ এর কনক!

ডেস্ক ১৬ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১৯১

স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল বধূবরণের কথা মনে আছে? ভুলে যাননি নিশ্চই? স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল এখনো দাগ কাটে এপার বাংলা ওপার বাংলার দর্শকদের মনে। সেই সিরিয়ালের মূল চরিত্র কনকের ভূমিকায় অভিনয় করতেন প্রমিতা চক্রবর্তী।

বর্তমানেও প্রমিতার সাত ভাই চম্পা সিরিয়াল বেশ জনপ্রিয়। এই সিরিয়ালে পারুলের ভূমিকায় অভিনয় করছেন প্রমিতা। ছোট পর্দার দর্শকদের মন জয় করে এবার বড় পর্দায় আসছেন তিনি। এটাই তার লক্ষ্য। সেভাবেই নাকি এগুচ্ছেন এই নায়িকা। তবে কোন সিনেমায় বা কার বিপরীতে দেখা যাবে তা এখনো নিশ্চিত করেননি।

তার কথায়, ছোট পর্দায় অনেক হলো এবার একটু বড় পর্দায় কাজ করতে চাই। তাই গ্রুমিং শুরু করেছি। দেখা যাক বাকিটা কি হয়।

উল্লেখ বাবার ইচ্ছেতেই অভিনয়ে আসা তার। নান্দীকারের ওয়র্কশপ দিয়ে অভিনয়ে হাতেখড়ি প্রমিতা চক্রবর্তীর। প্রথম কাজ ‘অগ্নিপরীক্ষা’ সিরিয়াল।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »