ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

বয়সে ছোট ছেলেদের প্রেমে অবশ্যই পড়া যায় - ঝুমা বউদি

ডেস্ক ১৬ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৮৭

ঝুমা বউদি, হইচই এর নতুন ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো সিজন ২ এর নায়িকা। এরই মধ্যে সাড়া ফেলেছেন এই ভোজপুরি অভিনেত্রী। সম্প্রতী তিনি মুখোমুখি হয়েছেন এক ভারতীয় বাংলা সংবাদমাধ্যমে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, বয়সে ছোট কারো প্রেমে পড়া ঠিক কিনা। এর জবাব দিয়েছেন ঝুমা বউদি ওরফে মোনালিসা।

বয়সে ছোট ছেলেদের প্রেমে পড়া যেতেই পারে। যদি ভালো লাগা কাজ করে তাহলে বয়স কোন ফ্যাক্ট না। সব কিছু ছাড়িয়ে ভালোলাগার অনুভুতিটাই প্রধান।
ঠাকুরপো ও বউদির সম্পর্ক নিয়ে অনেক বাঙালির মধ্যে বেশ একটা অন্য রকম উন্মাদনা কাজ করে। সেটাই দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে।

যৌনতা বিষয়টা পুরোই পরিস্থিতি ভিত্তিক। শুধু মাত্র শারীরিক কারনে কোন সম্পর্ক টিকে থাকতে পারে না। আত্মিক ও মানসিক যোগাযোগ থাকা খুব জরুরী। শুধুমাত্র বয়সে ছোট বা বড় ছেলের ক্ষেত্রে না সব সম্পর্কের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। আমার কাছে বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করাটা খুব দারুন ব্যাপার মনে হয়। ব্যাক্তিগত জীবনে আমার তেমন কোন অভিজ্ঞতা না থাকলে অভিনেত্রী হিসেবে রয়েছে। এই যেমন দুপুর ঠাকুরপো সিজন টু এর ঝুমা বউদি।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »