ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

আমার চোখ তোমাকে খোঁজে - কাকে এই ম্যাসেজ দিলেন ঐন্দ্রিলা

ডেস্ক ১৩ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ৫০৫

জনপ্রিয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলাকে তো আপনারা চেনেনই। জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ এ ফিরে এসেছেন আবার । তবে সম্প্রতি সিরিয়ালের একটি দৃশ্যকে কেন্দ্র করে আবার আলোচনায় এই অভিনেত্রী। তার অফিশিয়াল টুইটার পেজ এ প্রকাশ করেছেন বিয়ের সাজের একটি ছবি।

আগেই এই পোশাকের একটি ছবি দিয়ে পোস্ট করেছিলেন বিক্রম। তবে ঐন্দ্রিলার ছবিটি ভিন্ন ক্যাপশনও ভিন্ন। তিনি এই ছবির ক্যাপশনে লিখেছেন - আমার চোখ সব সময় তোমাকে খোঁজে। কিন্তু কাকে উদ্দেশ্য করে বলেছেন এই কথা? এমন প্রশ্ন দর্শকদের মনে আসতেই পারে।

আরও পড়ুন - ঐন্দ্রিলাকে বিয়ে করলেন বিক্রম?

বাস্তবে নাকি নায়ক অঙ্কুশের সাথে সম্পর্ক রয়েছে ঐন্দ্রিলার। তাহলে কি ঐন্দ্রিলার চোখ অঙ্কুশকেই খোঁজ? নাকি তাঁর অনস্ক্রিন নায়ক অর্থাত্ ‘ফাগুন বউ’-এর রোদ্দুর এর কথা বলতে চেয়েছেন?

এই প্রশ্নের উত্তর কিন্তু ঐন্দ্রিলা দেননি।

 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »