ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

মারা গেছেন জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী নিরু

ডেস্ক ০৩ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৬

জনপ্রিয় টিভি সিরিয়াল ইয়ে হ্যায় মোহাব্বাতে এর এক মূল চরিত্রে অভিনয় করতেন নিরু অগ্রবাল। এই বছর সিরিয়ালের ১৫০০তম এপিসোড প্রচারিত হয় জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসের পর্দায়। সিরিয়ালে তাঁর নাম ছিল নিলু। তবে দুঃখের খবর হলো মারা গেছেন এই শিল্পী। 

কয়েক দিন ধরেই জরে ভুগছিলেন এই অভিনেত্রী। গতকাল সকালে বাথরুমে পড়ে যান হঠাৎ করেই। সিরিয়ালে ভাল্লা পরিবারের পরিচারিকার ভূমিকায় দেখা গিয়েছিল নিরু অগ্রবালকে। ফলে প্রায় প্রতি এপিসোডেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে ঠিক কোন কারনে মৃত্যু হয়েছে তার তা এখনো জানা যায়নি। 

স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ হিন্দি সিরিয়ালের জগতের শিল্পী ও কলাকুশলিরা।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »