ডেস্ক ০২ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ২১০ ০
এক সময় শোনা গিয়েছিলো শাহরুখ খানকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আবার কখনো শোনা গিয়েছে অক্ষয় কুমারের সাথে প্রেম করেছেন তিনি। তবে সে সব জল্পনা ছাপিয়ে তিনি প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা ! সম্প্রতি তিনি হলিউডে কাজ করছেন, তার পাশাপাশি চুটিয়ে প্রেম করছেন তার থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনসের সাথে। গত বৃহস্পতিবার রাতে ডিনারে গিয়েছিলেন এই দুই তারকা। সেখানেই পাপারাত্জিদের ক্যামেরায় বন্দি হলেন এই দুই তারকা।
ওয়েস্ট হলিউডের টোকা মাদেরা রেস্টুরেন্টে রাত আটটায় পৌছায় এই জুটি। আগে থেকেই নাকি বুকিং ছিল।