ডেস্ক ০১ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ১০৮ ০
বলিউডের জনপ্রিয় অভিনেতা কাদের খান আর নেই। কাদের খানের ছেলে সরফরাজ সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন। কানাডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রায় ৪ মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এমন খবর জানিয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।
মারা যাওয়ার সময় তার বয়স ছিলো ৮১। ৩১ ডিসেম্বর কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। কাবুলে জন্মগ্রহন করা এই অভিনেতা ১৯৭৩ সালে রাজেশ খান্নার "দাগ" ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন।
এর পর তিনি একের পর এক করে ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন। তাছাড়া এই অভিনেতা ২৫০ এর বেশি সিনেমার ডায়লগ লিখেছেন।
গঙ্গা-যমুনা-সরস্বতী, কুলি, দেশ প্রেম এর মতন অনেক ছবিতে অভিনয় করার জন্য তিনি দর্শকদের মাঝে বেচে থাকবেন আজীবন। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।