ডেস্ক ১১ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৫ ০
সোনাম কাপুর ও আনন্দ আহুজার বিবাহ সম্পন্ন হলো। এই বিয়েতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা, রানি, রনবীর ও আলিয়া সহ বলিউডের নানা রথি মহারথিরা। সিঙ্গীত মেহেন্দী বিয়ে ও রেসিপশনের পর এবার হানিমুনের পালা। কোথায় যাবেন এই জুটি? এই সব নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা কল্পনা।
ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় এই মুহূর্তে হানিমুনের কোন পরিকল্পনা নেই। এর কারণ হচ্ছে কান চলচিত্র উৎসবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সোনাম।
৮মে ফ্রান্সে শুরু হয়েছে চলচিত্র উৎসব। চলবে ১৯ মে পর্যন্ত। জানা গিয়েছে ১৪মে দিল্লির শ্বশুরবাড়ি থেকে সোজা কানে যোগ দেবেন সোনাম। কানে রেড কার্পেটে চূড়া হাতে তাঁকে হাঁটতে দেখা যাবে বলে জানা গিয়েছে।
বিয়ের আগ পর্যন্ত ভীর দি ওয়েডিং নামক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই যাচ্ছেন কান চলচিত্র উৎসবে।