ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৫৩ ০
মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল চক্রবর্তী। গত বৃহস্পতিবার এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছের একটি হোটেল কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার রাতে হোটেলে চেক-ইন করেছিলেন পায়েল। ছিলেন হোটেলের ১৩ নম্বর ঘরে। পরের দিন সকালে গ্যাংটক যাবেন বলে লিখেছিলেন হোটেলের রেজিস্টারে। সেই কথা জানিয়ে সকাল সাতটায় ডেকে দিতেও বলেছিলেন হোটেল কর্মীদেরও।
টেলিভিশনে নিয়মিত দেখা যেত পায়েল চক্রবর্তীকে। অভিনয় করেছেন দেবের ককপিট সিনেমাতেও। বেশি জনপ্রিয় হয়েছেন জি বাংলার জড়োয়ার ঝুমকোয় অভিনয় করে। অভিনেত্রী পায়েল চক্রবর্তীকে দেখা গিয়েছিল ‘জয়কালী কলকাত্তাওয়ালী’, ‘গোয়েন্দা গিন্নি’ ধারাবাহিকেরও।
জানা গেছে, অভিনেত্রী পায়েলের বাড়ি কলকাতার যাদবপুরে। মঙ্গলবার শিলিগুড়ি এসেছিলেন তিনি। কথা ছিল বুধবারই অভিনয়ের কাজে সিকিম যাওয়ার কথা। পায়েলের এ অপমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারসহ টালিউডপাড়ায়। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে জল্পনা চলছে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই।