ডেস্ক ১০ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭৮ ০
সম্প্রতি গ্রেফতার হওয়া গ্যাংস্টার সম্পত নেহরার বিস্ফোড়ক স্বীকারোক্তি সামনে এসেছে। জানা যায় বলিউড সুপারস্টার সালমান খাঙ্কে হত্যার ছক কষেছিলো সে।
গত সপ্তাহের প্রথম দিকে হাদ্রাবাদ থেকে গ্রাফতার করা হয় এই গ্যাংস্টারকে। লরেন্স বিষ্ণোই নামের এক কুখ্যাত মাফিয়া ডনের হয়ে সে কাজ সম্পত। তার নির্দেশেই সামলান খানের উপর নজর রাখতে মুম্বাই গিয়েছিলো সম্পত। সালমান খানের বাড়ির ছবি পাওয়া যায় তার ফোনে। কোন পথ দিয়ে যাতায়াত করেন সালমান খান তার উপরেও নজরদারী করেন এই গ্যাংস্টার।
২০ বছর আগে হরিন হত্যার মামলায় ৫ বছরের কারাদন্ড পেয়েছেন সালমান। ২ রাত জেল খাটার পর জামিনও পেয়েছেন তিনি। ক্ষোভে ফুটছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। সালমান খানকে হত্যা করা হবে এমন হুমকি দিয়েছিলেন মাফিয়া ডন লরেন্স বিষ্ণোই।