ডেস্ক ০৪ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩৫ ০
টিভি সিরিয়াল অভিনেত্রী সঙ্গীতা বালানকে দেহ ব্যবসার উভিযোগে গ্রেফতার করা হয়েছে। চেন্নাইয়ের একটি রিসোর্ট থেকে হাতে নাতে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর কলকাতা২৪ ডট কম।
ঐ রিসোর্ট থেকে আরও বেশ কিছু স্বল্পবয়সী অভিনেত্রীদেরও উদ্ধা করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে রিসোর্টে হানা দেয় পুলিশ। সঙ্গীতার সাথে এই ব্যবসায় জড়িত ছিলো সুরেস নামের এক ব্যক্তি। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। তামিল টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা বালান। বানি রানি সিরিয়ালে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। ছায়াছবিতেও অভিনয় করেছেন তিনি।