ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১০৬ ০
স্বাগতম বিডি সংসার এর টিপস সেকশনে। বিডি সংসার প্রতিদিন নতুন নতুন টিপস ও রেসিপি প্রকাশ করে আসছে। আজও একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রায় সকলের বাসায় ফ্রিজ থাকলেও আমরা জানি না কোন খাবার কত দিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ। তাই আজ এই বিষয় নিয়ে কথা বলবো। আসা করি আপনাদের উপকারে আসবে। আসুন তবে দেখে নেই।
খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ ব্যবহার করা হয়ে থাকে। তবে শুধু রাখলেই হবে না। এরও কিছু নিয়ম রয়েছে। কারণ সব খাবার একই সময় পর্যন্ত ভালো ভাবে সংরক্ষণ করা যায় না। খাদ্যের গুনাগুন ধরে রাখতে নিচের চার্টটি মনে রাখুন।
খাবার সংরক্ষণ করার জন্য নিচের বিষয়গুলো মনে রাখতে হবে: