ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

স্টার জলসায় নতুন সিরিয়াল ইরাবতীর চুপকথা, বন্ধ হচ্ছে যে সিরিয়াল

ডেস্ক ০৩ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৮

ধারাবাহিক প্রেমীদের জন্য আছে সুখবর। জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল। সিরিয়ালের নাম ইরাবতীর চুপকথা। ৩২ বছর বয়সী ইরাবতী মিত্রের কাহিনী নিয়ে চলবে এই সিরিয়াল। যে কিনা অফিস আর বাড়ি ২টোই সামলায় একই সাথে। অফিস থেকে বাড়ি সব দায়িত্ব একা ইরাবতী নেয়। তবে এখনো ইরাবতীর জীবনে কেউ আসেনি। কেউ আসবে কি তার জীবনে? 

খুব শীঘ্রই এ সব প্রশ্নের জবাব দিতে শুরু হবে এই সিরিয়াল। প্রচারিত হবে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »