ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫ আপডেট ১১ মাস আগে

জনপ্রিয়

মহাতীর্থ কালীঘাট সিরিয়াল নিয়ে আসছে নতুন বাংলা চ্যানেল সান বাংলা

ডেস্ক ২৬ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ২২৯

আরও একটি নতুন বাংলা চ্যানেল আসতে চলেছে। চ্যানেলের নাম সান বাংলা। আগামী ৩ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে নতুন বাংলা চ্যানেল সান বাংলা। 

মনে প্রানে বাঙালি - এই মটো নিয়ে লঞ্চ হচ্ছে নতুন 19 চ্যানেল সান বাংলা (Sun Bangla)। এই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি সিরিয়ালের ব্যানার প্রকাশ করেছে।

সিরিয়ালের নাম  'মহাতীর্থ কালীঘাট'। 

বিডি সংসার এর পাঠকদের জন্য হুবুবু থাকলো এই সিরিয়ালের বিস্তারিত... 

ভক্তির নতুন মহিমা, এবার নিজের চোখে দেখবেন 3rd February থেকে। কালীঘাট মন্দিরের নানান অজানা গল্প নিয়ে এবার আসছে 'মহাতীর্থ কালীঘাট'। এই শক্তিপীঠের অসাধারণ ইতিহাস দেখতে থাকুন, একমাত্র @Sun Bangla-য়! 
প্রতিদিন 6PM!

সান বাংলা, সান নেটওয়ার্কের একটি নতুন চ্যানেল।  

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »