ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ আপডেট ৭ মাস আগে

জনপ্রিয়

ক্যানসারে মারা গেলেন বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

ডেস্ক ১৯ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৭

টেলিভিশনের পরিচিত মুখ সুচেতা চক্রবর্তী। অনেক দিন ধরেই আক্রান্ত ছিলেন ক্যান্সারে। তবে আর ভালো হয়ে ফেরা হলো না। মরন ব্যাধী ক্যান্সার কেড়ে নিলো তার প্রান। অকালে ঝরে গেলো আরও একটি তারা। বুধবার তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা টলিউডে। 

'আঁচল', 'সৌভাগ্যবতী', 'বেনেবউ', 'জয়া' ইত্যাদি একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করেন। বিশেষত 'আঁচল' ধারাবাহিকে সুচেতার অভিনয় প্রশংসা কুড়িয়ছিল।  'কাছে আয় সই' ধারাবাহিকে বহুদিন ধরে তাঁর সঙ্গে অভিনয় করেন গৌরব রায় চৌধুরী। শোকস্তব্ধ গৌরব বলছেন, ৫ বছর আগে থেকেই ক্যানসারে ভুগিছেলন অভিনেত্রী। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »