ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

চুলে দূর্গন্ধ হয়? দেখুন গন্ধ দূর করার উপায়

ডেস্ক ২০ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৯৬

চুলের দুর্গন্ধ একটি বিরক্তিকর সমস্যা। গরম কালে এমন সমস্যা প্রায়ই দেখা যায়। চুল বাঁধা থাকলে মাথার ত্বক ঘেমে চুলে দুর্গন্ধ হয়। তাছাড়া ভেজা চুল না শুকিয়ে বেধে রাখলেও এই সমস্যা হতে পারে। আবার কারো মাথার ত্বকে খুশকি বা ছোট ইনফেকশনের কারনেও চুলে বিশ্রী দুর্গন্ধ হয়ে থাকে। অনেকেই এই সমস্যার কারনে বিব্রত হয়ে থাকেন। তবে আপনি চাইলেই কিন্তু খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আসুন দেখে নেই সবাধান।

লেবুর রস - lime juice

লেবুর রস চুলের গন্ধ দূর করতে বিশেষ ভাবে কাজ করে থাকে। ১টি লেবু চিপে রস করে নিন। তার পর সেই রস চুলের গোড়ায় ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর চুলে শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুলে সহসা গন্ধ হচ্ছে না। 

গোলাপ জল - Rose Water

গোলাপজল শুধু চুলের গন্ধই দূর করে না। সাথে সাথে চুলে সুঘ্রান আনতে সাহায্য করে। তাই সাধারন ভাবে চুল ধুয়ে নিন, এর পর এক মগ পানিতে আধা কাপ পরিমান গোলাপজল মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুলে একদম গন্ধ নেই। 

এছাড়া আরও কিছু টিপস

– চুল সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে চুলে গন্ধ হবে না। 

– চুলে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। ধুলোবালি চুলে গন্ধের সৃষ্টি করে। 

– ভেজা চুল একদম বেধে রাখা চলবে না, এতে চুলে যেমন গন্ধ হয় তেমন চুলের গোড়া দূর্বল হয়ে যায়। 

– চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন না, এটি আপনার চুলের জন্য খুবই ক্ষতিকর। 

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »