ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

চোখের নিচের কালো দাগ দূর করুন ১ মিনিটের পরিচর্যায়

ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২০

চোখের নিচে ও আশেপাশের এলাকায় কালো দাগ পড়লে তাকে ডার্ক সার্কেল বলা হয়। এটি এখনকার দিনে কমন সমস্যা। যা তৈরি হয়ে থাকে 17 সমস্যায়র কারনে। বেশ কিছু কারনে এই সমস্যা দেখা দিতে পারে। তার ভিতরে ঘুম না হওয়া, কম হওয়া, স্ট্রেস, রক্ত স্বল্পতা সহ নানা রকম কারণ কমন। ডার্ক সার্কেল দূর করার জন্য আমরা নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু পরে দেখা যায় এসব প্রসাধনীতে কোন কাজই হচ্ছে না। তবে আজ এমন এক গোপন ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো, যা প্রতিদিন রাতে মাত্র ১ মিনিট ব্যবহার করলেই ১ সপ্তাহ পরে মুছে যাবে চোখের নিচের সকল কালো দাগ। এটি এমন একটা জেল, যা আপনি নিজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর মনে রাখবেন এটি প্রতিদিন তৈরি করে ব্যবহার করবেন, তাহলে কাজ ভালো হবে। 
 
জেল তৈরি করতে যা লাগবে - বিশুদ্ধ অ্যালোভেরা জেল হাফ চা চামচ, জাফরানের পরাগ ৩/৪ টি, খাঁটি ক্যাস্টর ওয়েল কয়েক ফোঁটা, খাঁটি আমন্ড তেল কয়েক ফোঁটা, ভার্জিন নারিকেল তেল কয়েক ফোঁটা 
 
জেল তৈরি করার প্রণালী - প্রথমে সকল উপাদান একটি কাচের পাত্রে নিয়ে নিন। তারপর খুব ভালো ভাবে এটি মিশিয়ে নেবেন। বিশেষ করে জাফরানকে ভালোভাবে থেতলে নিতে হবে। এভাবে রেখে দিন ৩০ মিনিট। জাফরান রং ছেড়ে দিলে মিশ্রণ কমলা রং এর হয়ে যাবে। তখন বুঝবেন এটা ব্যবহার করার জন্য তৈরি। তবে এই মিশ্রণ প্রতিদিন তৈরি করে ব্যবহার করবেন। একবার তৈরি করে বার বার ব্যবহার করবেন না। শরীরের অন্য কালো দাগ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন। ঘাড় ও গলা ও আন্ডার আর্মের কালোদাগ দূর করতেও এটা ব্যবহার করতে পারেন। 
 
ব্যবহার বিধি - প্রথমে মুখ ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন। তারপর একটি তোয়াল দিয়ে মুখ মুছে শুকনা করে নিন। এবার এই মিশ্রণ খানিক্টা নিয়ে চোখে ম্যাসাজ করুন। চক্রাকারে ম্যাসাজ করবেন। বাম চোখে ক্লক ওয়াইজ করবেন। ডান চোখে করবেন এন্টি ক্লক ওয়াইজ। প্রতিটি চোখে পুরো ১ মিনিট ম্যাসাজ করবেন ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত। পানি দিয়ে ধোবেন না। আর এটি ব্যবহার করার পর স্কিনে অন্য কিছু দেবেন না।  ১সপ্তায় নিয়মিত ব্যবহার করলে আপনি ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন। 

এটার সাথে সাথে প্রচুর পরিমাণ পানি ও টক ফল খেতে ভুলবেন না। শরীর হাইড্রেটেড না থাকলে কেবল চোখের কোলে নয়, আরও নানা স্থানে কালো দাগের জন্ম হয়। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর জাফরান ও অ্যালোভেরা জেল, ভিটামিন ই তে সমৃদ্ধ তেলগুলো অচিরেই ফিরিয়ে নিয়ে আসবে আপনার সৌন্দর্য।
 

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »