ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

মাপ সহ ব্লাউজ কাটিং

ডেস্ক ২১ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ২৪৯

স্বাগতম বিডি সংসার এর 21 সেকশন এ, আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজ কাটবেন এবং সেলাই করবেন। তবে আসুন দেখে নেই।

আমরা সবাই জানি ব্লাউজ কাটার ধাপ মাত্র ৪টি। সেগুলো হলেও পেছনের কাপড়, সামনের কাপড়, হাতার কাপড়, গলা ও বোতাম পট্টি।

ব্লাউজ কাটিং এর পদ্ধতি - 
প্রথমে ব্লাউজের পিছটি মেঝেতে বা টেবিলের উপরে ভালো ভাবে বিছিয়ে নিতে হবে। তার পর পেছনের পার্ট কাটুন। ৩৬ ইঞ্চি ব্লাউজের জন্য ১৮ ইঞ্চি অর্ধেক এর দাগ কাটবেন। এই ১৮ ইঞ্চিকে অর্দেক করে ভাঁজ করে নিতে হবে। এবার ব্লাউজের লম্বা নিতে হবে ১৫ ইঞ্চি। আপনি আপনার ইচ্ছা মত হাইট নিন। এবার দুই দিকে সমান ভাবে দাগ কেটে নিন এবার প্রয়োজন অনুযায়ী গলার দাগ কেটে নিন। তার পর হাতের জোড়ার যায়গাটা মিলিয়ে নিন। তাহলে কাটার পালা শেষ।

ব্লাউজ কাটিং এর পদ্ধতি দেখুন নিচের ছবিতে।

blouse-cutting1

blouse-cutting-and-stitching

আপনার জন্য নির্বাচিত »

সেলাই-ফোড়াই থেকে আরও খবর »