ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ আপডেট ১৭ দিন আগে

প্রাকৃতিক উপায়ে মশা তাড়ান

ডেস্ক ১২ ডিসেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ২০

শীত কাল চলে এসেছে, আর এই সময় মশার উপদ্রপ অনেক বেশি হয়। স্প্রে কয়েল কোন কিছুতেই যেন কাজ করতে চায় না। আবার এইসব কয়েল বা মশার ওষুধে অনেকের শ্বাসকষ্ট হয়ে থাকে। এই মশার কারণে নানা রকম মারাত্মক রোগও হয়ে থাকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর জন্য একটি ঘরোয়া কৌশল। এর দরকার হবে একটা লেবু ও কিছু লবঙ্গ। আসুন তাহলে দেখে নেই কিভাবে কিভাবে এই পদ্ধতি কাযে লাগাবেন। 

 

ফ্রিজে রাখা লেবুর টুকরা মাঝামাঝি করে কেটে নিন। এবার এই লেবুতে কয়েক টুকরা লবঙ্গ গেথে দিন। এবার ঘরের কোন খোলা যায়গায় রেখে দিন, দেখবেন লেবুর মিস্টি ঘন্ধ ছড়িয়ে পড়েছে, তেমন মশা মাছিও ঘরের থেকে দূরে। তাহলে আর দেরি কেন, এখুনি ট্রাই করে দেখুন। 

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »