ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

কখন চুল আচড়ানো ভালো, ভেজা অবস্থায় নাকি শুকনা অবস্থায়

ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ২০৬

স্বাগতম বিডি সংসার এর 18 সেকশনে। রুপচর্চা ও চুলের যত্ন নিয়ে আমরা নানা রকম টিপস দিয়ে আসছি। আজ চুলের যত্ন নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেকেই ভেজা চুল আচড়াই। আবার অনেকে চুল শুকিয়ে আচড়াই। কিন্তু জানি না আসলে সঠিক পদ্ধতি কোনটি। সেই সব কথাই আজ আপনাদের জানাবো। 

আমরা অনেকেই ভেজা চুল আচড়াই। কারণ আমরা সবাই জানি। ভেজা চুল আচড়ানো, শুকনা চুল আচড়ানোর চেয়ে সহজ। আবার অনেকেই গোসল করার পরেই ভেজা চুল আঁচড়াই। আসলে কোনভাবে চুল আচড়ানো ভালো, ভেজা অবস্থায় নাকি শুকনা অবস্তায়? এ

যারা ভেজা চুল আচড়ান এটা শুনে আপনার ভালো লাগবে না যে, এর কারনে আপনার চুলের ক্ষতি হচ্ছে। চুল দূর্বল হওয়া, চুলের আগা ফেটে যাওয়া চুল পড়া সহ নানা রকম সমস্যার কারণ হতে পারে এটি। 

তাই চুল ধোঁয়ার পর স্বাভাবিক ভাবে ১৫-২০ মিনিট চুল মেলে দিয়ে চুল শুকিয়ে নিয়ে তারপর আচড়ান। তাহলে আপনার চুল ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। 

তথ্য সূত্র - ড্রাই স্ক্যাল্প গন ডট কম

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »