ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

নতুন সিরিয়াল দিয়ে স্টার জলসায় ফিরছেন সুদীপা চ্যাটার্জী!

ডেস্ক ১২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৮৫

জি বাংলা রান্নাঘর দিয়ে দারুন জনপ্রিয় হয়েছেন সুদীপা চ্যাটার্জী। বলতে গেলে রান্না অনুষ্ঠান মানেই তার কথা মনে পড়ে। কিন্তু হটাত করে সরে এসেছেন জি বাংলা রান্নাঘর অনুষ্ঠান থেকে। তবে সুদীপার ফ্যানদের জন্য রয়েছে সুখবর। স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল বাজলো তোমার আলোর বেণু । তবে অভিনয় না। রাইটার হিসেবে আসছেন তিনি। এর আগে 'কি আশায় বাঁধি খেলাঘর' ও 'দাদামনি' ২টি সিরিয়ালে তিনি রাইটার হিসেবে কাজ করেছেন। আবার ফিরছেন রাইটার হিসেবে। বাজলো তোমার আলোর বেনু সিরিয়াল একটি অগ্নিদেব চ্যাটার্জি প্রডাকশন হাউজের নির্মান। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »